গাজা উপত্যকার সর্ব দক্ষিণের শহর রাফায় পূর্ণ-মাত্রার আগ্রাসন চালিয়ে প্রতিরোধ আন্দোলন হামাসকে পরাজিত করা যাবে না বলে জানিয়েছে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি।
তিনি বলেছেন, রাফায় ব্যাপকভিত্তিক হামলা চালিয়ে হামাসকে পরাজিত করার লক্ষ্য অর্জিত হবে না।
ইসরাইল গত কয়েক সপ্তাহ ধরে রাফা শহরে অনুপ্রবেশ করে ‘সীমিত আকারের স্থল অভিযান চালানোর’ দাবি করেছে। দখলদার সেনারা গাজার সঙ্গে মিশরের একমাত্র সীমান্ত ক্রসিং রাফা বন্ধ করে দিয়েছে।
জন কিরবি বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে রাফায় বড় ধরনের স্থল অভিযান মূলত আলোচনার টেবিলে হামাসের হাত শক্তিশালী করবে, ইসরাইলের নয়। তিনি মিশরের রাজধানীতে অনুষ্ঠিত যুদ্ধবিরতি ও পণবন্দি বিনিময় চুক্তির আলোচনার প্রতি ইঙ্গিত করে একথা বলেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার কোনো চুক্তিতে পৌঁছানো ছাড়াই কায়রো আলোচনা শেষ হয়েছে। হামাসের পক্ষ থেকে মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের দেয়া প্রস্তাব গ্রহণ করা সত্ত্বেও ইসরাইলের বিরোধিতার কারণেই মূলত কায়রো আলোচনা আপাতত ব্যর্থ হলো।
গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগ নারী ও শিশু। পার্সটুডে
অর্থসূচক/এএএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.