ক্রমেই ফিকে হয়ে আসতে থাকা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন এবার নতুন সম্ভাবনার মুখে। জাতিসংঘের সাধারণ পরিষদে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের একটি প্রস্তাব পাশ হয়েছে। এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৪৩টি দেশ। এরমধ্যে বাংলাদেশও রয়েছে।
খবর আলজাজিরার।
শুক্রবার ওই প্রস্তাব নিয়ে অনুষ্ঠিত ভোটাভুটিতে ১৪৩টি দেশ পক্ষে ভোট দিয়েছে। এরমধ্যে রয়েছে বাংলাদেশও। অন্যদিকে বিপক্ষে ভোট দিয়েছে ৯টি দেশ। আর ২৫টি দেশ ভোট দানে বিরত ছিল।
গত সপ্তাহে নিরাপত্তা পরিষদে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং তাদের পূর্ণ সদস্যপদ দেওয়ার একটি প্রস্তাব উত্থাপিত হয়। কিন্তু শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে প্রস্তাবটি গৃহীত হয়নি।
এরপর ফিলিস্তিনিকে স্বীকৃতি এবং পূর্ণ সদস্যপদ দিতে নিরাপত্তা পরিষদে আবারও ভোট আয়োজনের জন্য সাধারণ পরিষদে প্রস্তাব তোলা হয়। আর এই প্রস্তাবের পক্ষে জাতিসংঘের সদস্যভুক্ত চারভাগের তিন ভাগ দেশ ভোট দিয়েছে।
অবশ্য নিরাপত্তা পরিষদে পাশ না হলে ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্য হতে পারবে না। তবে বর্তমানের চেয়ে কিছু বাড়তি সুবিধা পাবে তারা। যেমন-জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে ফিলিস্তিনের প্রতিনিধি উপস্থিত থাকতে পারবে, যদিও তারা ভোটাভুটিতে অংশ নিতে পারবে না। কিছু কিছু ক্ষেত্রে অধিবেশনে তারা প্রস্তাবও উপস্থাপন করতে পারবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.