রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বব্যাপী সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে তিনি তার ক্ষমতার মধ্যে সব কিছু করবেন। একই সাথে তিনি রাশিয়ার বিরুদ্ধে কোন ধরনের হুমকিকেও বরদাস্ত করবেন না বলে ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসী বাহিনীর বিরুদ্ধে রুশ সেনাদের ৭৯তম বিজয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক প্যারেডে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
পুতিন বলেন, রাশিয়ার সামরিক বাহিনী সবসময়ই সতর্ক রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার করার জন্য প্রস্তুত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিক্ষা পশ্চিমা দেশগুলো ভুলে যেতে পারে কিন্তু আমরা স্মরণে রেখেছি যে, মস্কো ও লেলিনগ্রাদসহ বিভিন্ন শহরের কাছে ভয়াবহ যুদ্ধের মধ্য দিয়ে বিশ্ব মানবতার ভাগ্য নির্ধারিত হয়েছিল।
রুশ প্রেসিডেন্ট বলেন, দেশ এখন ইতিহাসের এক কঠিন অধ্যায় পার করছে। এ সময় দেশের ভাগ্য প্রতিটি নাগরিকের ওপর নির্ভর করছে। আমরা এবারের বিজয় দিবসটি বিশেষ সামরিক অভিযানের পরিস্থিতির মধ্যে উদযাপন করছি। এই যুদ্ধে যারা সামনের সারিতে থেকে অংশ নিয়েছে- তারা আমাদের নায়ক। তাদের অধ্যবসায় ও আত্মত্যাগকে আমরা স্যালুট জানাই। পুরো রাশিয়া আপনাদের সাথে আছে। এ সময় সবাইকে স্মরণ করে যারা নাৎসিবাদের সাথে লড়াই করতে গিয়ে প্রাণ দিয়েছেন এবং যারা ইউক্রেন সংঘাতের সময় নিহত হয়েছেন এসব ব্যক্তির স্মরণে এক মিনিট নীরবতা পালন করতে বলেন তিনি। পার্সটুডে
তিনি আরও বলেন, আমাদের হুমকি দেওয়ার স্পর্ধা কেউ দেখাতে পারবে না। আমাদের কৌশলগত বাহিনীরা যুদ্ধ করতে সদা প্রস্তুত।
🚨🇷🇺PUTIN: WE DON’T WANT WORLD WAR 3, BUT WE'RE READY
“Russia will do everything it can to prevent global confrontation, but at the same time, we will not allow anyone to threaten us. Our strategic forces are always on combat alert.
In the West, they would like to forget the… https://t.co/M1Jt7vc0lY pic.twitter.com/ajzKoARIhg
— Mario Nawfal (@MarioNawfal) May 9, 2024
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.