মুস্তাফিজের কাছে আরও ভালো কিছুর প্রত্যাশা ছিল হার্শার

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে ১৭৭ রানের লক্ষ্য দিয়েও ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে চেন্নাই সুপার কিংস। হারটা আরও বড় হয়নি শেষদিকে মুস্তাফিজুর রহমান ও মাথিশা পাথিরানা একটি করে উইকেট নেয়ায়। এই ম্যাচে চেন্নাইয়ের প্রায় সব বোলারই বেশ খরুচে ছিলেন।

৪ ওভার বোলিং করে একটি উইকেট নিলেও মুস্তাফিজ সর্বোচ্চ ৪৩ রান খরচা করেছেন। ৪২ রান দিয়েছেন তুষার দেশপান্ডে। এ ছাড়া পাথিরানা ২৯ ও রবীন্দ্র জাদেজা ৩ ওভারেই দিয়েছেন ৩২ রান। এমন বোলিংয়ের পর চেন্নাইয়ের বোলারদের সমালোচনা করেছেন সাবেক অজি ক্রিকেটার ও কোচ টম মুডি।

তিনি মুস্তাফিজ-দেশপান্ডেদের খরুচে বোলিংয়ের সমালোচনা করে বলেন, ‘মুস্তাফিজুর, দেশপান্ডে, জাদেজা তারা সবাই ওভারপ্রতি দশের বেশি রান দিয়েছে। এমন বোলারদের কাছে আপনি কখনই এমনটা প্রত্যাশা করবেন না। এটা চেন্নাইয়ের জন্য অপ্রত্যাশিত ছিল।’

আইপিএলের এবারের আসরে দারুণ ছন্দে আছেন মুস্তাফিজ। ৬ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। তার প্রতি এই ম্যাচে আরও ভালো পারফরম্যান্স আশা করেছিলেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

ম্যাচ শেষে হার্শা বলেন, ‘চেন্নাই যখন ব্যাটিং করছিল তখন বল খানিকটা গ্রিপ করছিলো। আমার মনে হয়েছিল এই উইকেটে ফিজ দুর্দান্ত বোলিং করবে। আমি জানি না উইকেটের ব্যাপারটা কি ছিল। তবে দেখে মনে হয়েছে পরের দিকে ব্যাটিং করাটা সহজ হয়ে গিয়েছিল।’

অবশ্য মুস্তাফিজের প্রচেষ্টার প্রশংসা করেছেন সাবেক অজি উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট। তিনি বলেন, ‘আমার কাছেও ব্যাপারটা একই মনে হয়েছে। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন ফিজ খুব ভালোভাবে স্লোয়ারের চেষ্টা করেছে। চেন্নাইয়ে আমরা দেখেছি এগুলো কাজে দিয়েছে। কিন্তু এখানে কাজে আসেনি।’

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.