শেয়ার বিক্রির ঘোষণা দিলেন ব্র্যাক ব্যাংকের এমডি

শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে ব্যাংকিং খাতে তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম রেজা ফরহাদ হুসাইন। তিনি তার হাতে থাকা ব্র্যাক ব্যাংকের প্রায় ৯৮ শতাংশ শেয়ারই বিক্রি করে দেবেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম রেজা ফরহাদ হুসাইনের হাতে ব্যাংকটির ৪ লাখ ৯৫ হাজার ২৩টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে মাত্র ১০ হাজার শেয়ার রেখে বাকী ৪ লাখ ৮৫ হাজার ২৩টি শেয়ার বিক্রি করে দেবেন তিনি। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে বিদ্যমান বাজার দরে শেয়ার বিক্রি সম্পন্ন করবেন তিনি।

২০০৭ সালে ডিএসইতে তালিকাভুক্ত হওয়া ব্র্যাক ব্যাংক পিএলসির মোট শেয়ারের ৪৬ দশমিক ২৪ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে। বর্তমানে ব্যাংকটি পুঁজিবাজারে ‘এ’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে।

 

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.