বাংলা নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত রাজধানীর রমনার বটমূল। বর্ষবরণের মূল আয়োজনের শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন ছায়ানটের শিল্পী-কলাকুশলীরা।
এদিকে শনিবার পহেলা বৈশাখের আগের রাতেই রমনা পার্ক ও এর আশপাশে ভিড় জমিয়েছেন হাজারো মানুষ। পরিবার-পরিজন নিয়ে এসে সন্ধ্যা থেকে রমনায় সময় কাটাচ্ছেন তারা।
সন্ধ্যায় সেখানে দেখা যায়, পার্কের প্রায় সব গেটে মানুষের উপচে পড়া ভিড়। কেউ বন্ধু-বান্ধব, কেউ সন্তান, কেউ প্রিয় মানুষকে নিয়ে এসেছেন। পার্কের ভেতরে হাঁটতে হাঁটতে কেউ কেউ গলা খুলে গাইছেন গান।
রমনায় ঘুরতে এসেছেন রাজধানীর মতিঝিলের বাসিন্দা শাহিদ করিম। তিনি বলেন, আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। ঈদের ছুটিতে রাজধানী প্রায় ফাঁকা। আসলাম এখানে সময় কাটাতে। ভালোই লাগছে। আজকে আমার মতো এখানে অনেক মানুষ এসেছেন।
নিরাপত্তায় দায়িত্বরত আনসার সদস্য ইমাম হোসেন বলেন, দর্শনার্থীদের জন্য রাত ৮টা পর্যন্ত রমনা খোলা থাকে। এরপর বন্ধ হয়ে যায়। কাল বাংলা নতুন বছর। এজন্য বটমূলে মঞ্চ বানানো হচ্ছে। নিরাপত্তা অনেক বাড়ানো হয়েছে।
এদিকে, বর্ষবরণের আয়োজনকে ঘিরে পুরো রমনা পার্ক এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। পার্কের ভেতরে ডিএমপি, র্যাবের কন্ট্রোল রুম বসানো হয়েছে।
দর্শনার্থীদের সহায়তার জন্য রোববার ট্যুরিস্ট পুলিশের টিম থাকবে সেখানে। পার্কের লেকে থাকবে নৌপুলিশের টিম।
এছাড়া মেডিক্যাল টিম, লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, রক্তদানের বুথ থাকবে। ডিএমপির পক্ষ থেকে বিনামূল্যে সুপেয় পানির ব্যবস্থাও থাকবে।
অর্থসূচক/
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.