চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় একটি তেল কারখানার কার্যালয়ে আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে আগুন লেগেছে। এক ঘণ্টা পর সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেডের কারখানায় আগুন লাগে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক আগুন লাগার খবর জানান।
এর আগে গত ৪ মার্চ বেলা ৩টা ৫৫ মিনিটে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কর্ণফুলী নদীর পাড়ে অবস্থিত এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গুদামে আগুন লাগে।
এরপর ৭ মার্চ বেলা ১১টায় কারখানার আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। অগ্নিকাণ্ডের পর কারখানায় চিনি উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে উৎপাদন শুরু হয়।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.