নজরপুর ফকিরবাড়ি জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

নরসিংদী সদরের নজরপুর ফকিরবাড়ি জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতী করেন মুফতি আবুল খায়ের ফকির।

এতে উপস্থিত ছিলেন ফকির টেক্সটাইল এর এমডি মুহাম্মদ ইউনুস ফকির, এডভোকেট আতাউল্লাহ ফকির মানিক সহ অনেক বিশিষ্ট গুনীজনরা।

আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ সেলাল মিয়া ফকির এবং মুহাম্মদ খলিল ফকির।

নরসিংদী সদরের ঐতিহ্য বাহী গ্রাম নজরপুর ফকিরবাড়ি।

এক মাস সিয়াম সাধনার পর বৃহস্পতিবার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করছেন দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ। এরই মধ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে ছড়িয়ে পড়েছে ঈদের আবহ।

ইসলামের ধর্মীয় বিধান অনুসরণ করা হয় সাধারণত হিজরি বর্ষপঞ্জির চান্দ্র মাসের হিসাবে। সেই মোতাবেক এবার রমজান মাসের সিয়াম সাধনা শুরু হয়েছিল খ্রিষ্টীয় দিনপঞ্জির গত ১২ মার্চ মঙ্গলবার। ২৯ রমজান মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসে। তবে ওই দিন বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ৩০ রমজান পূর্ণ করে বৃহস্পতিবার ঈদুল ফিতর উদ্‌যাপনের ঘোষণা দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সবার জন্য সুখী, আনন্দময় ও নিরাপদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানিয়ে বুধবার এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘ঈদ মানে আনন্দ। আসুন, আমরা আত্মীয়স্বজন, প্রতিবেশীসহ সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি।’

 

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.