সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন: প্রধানমন্ত্রী

আগামীকাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সবার জন্য সুখী, আনন্দময় ও নিরাপদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী আজ বুধবার এক ভিডিও বার্তায় বলেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। এক মাস সিয়াম সাধনার পর আবার আমাদের মধ্যে পবিত্র ঈদুল ফিতর এসেছে। ঈদ মানে আনন্দ। আসুন, আমরা আত্মীয়স্বজন, প্রতিবেশীসহ সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ঈদুল ফিতর আমাদের সবার জীবনে বয়ে আনুক সীমাহীন আনন্দ, সুখ ও শান্তি।’

‘আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। ঈদ মোবারক।’ এ কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ঈদের বার্তা শেষ করেন।

সিয়াম-সাধনার মাস রমজানও শেষ। বিশ্বের বেশিরভাগ দেশে দেখা গেছে শাওয়াল মাসের চাঁদ। মধ্যপ্রাচ্যের সব দেশ, পূর্ব এশিয়ার বেশিরভাগ দেশ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের কেরালা, লাদাখ, জম্মু ও কাশ্মির রাজ্যে আজ বুধবার (১০ এপ্রিল) পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।

তবে বাংলাদেশ, দক্ষিণপূর্ব এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ব্রুনেই ঈদুল ফিতর উদযাপন করবে পরের দিন বৃহস্পতিবার।

এছাড়া ভারতের অন্যান্য রাজ্য এবং দক্ষিণ এশিয়া অঞ্চলের বাদবাকি দেশগুলোতেও ঈদ উদযাপিত হবে বৃহস্পতিবার।

 

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.