ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে ইরাকের প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা আবারও ইসরাইলের সামরিক ব্যারাক ও ঘাঁটিতে হামলা চালিয়েছে।
ইরাকের প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, তারা ইসরাইলের ভেতরে তিনটি অভিযান চালিয়েছে যাতে দুটি ব্যারাক এবং একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়।
গতকাল এবং আজ সকালে ইরাকের প্রতিরোধ আন্দোলনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ আলাদা তিনটি বিবৃতিতে এসব হামলার খবর দিয়েছে। এতে বলা হয়েছে, অধিকৃত গোলান মালভূমি এবং ইসরাইলের অন্য অঞ্চলে এসব হামলা চালানো হয়।
প্রথম বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত গোলান মালভূমির পশ্চিমাঞ্চলের ইয়ার্ডেন ব্যারাকে ড্রোনের সাহায্যে আঘাত হানা হয়।
দ্বিতীয় বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত আরব ভূখণ্ডের ইয়োনাতান ব্যারাকে পরবর্তী হামলা চালানো হয়। আর তৃতীয় হামলা চালানো হয়েছে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের লেক তিবারিয়াসের উত্তরে এলিফালিত সামরিক ঘাঁটিতে। এই হামলায় ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ড্রোন ব্যবহার করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
পিএমইউ এই বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলের বর্বর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে।
গতকালের প্রথম হামলার কয়েক ঘণ্টা আগে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের এইলাত বন্দরের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন দিয়ে হামলা চালায়।
গত ৭ অক্টোবর থেকে দখলদার ইসরাইল গাজায় বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরু করেছে। এরপর থেকে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের ভেতরে বহু সংখ্যক গুরুত্বপূর্ণ বিমানবন্দর, সমুদ্রবন্দর ও সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.