বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ৩ সেনাসদস্য। বাংলাদেশের সীমান্তঘেঁষা মিয়ানমারের ক্যাম্পগুলো ইতোমধ্যে আরাকান আর্মিরা দখল করে নিয়েছে বলে জানা গেছে।
শনিবার (৩০ মার্চ) ভোরে উপজেলার ঘুমধুম ইউপির ২ নম্বর ওয়ার্ড তুমব্রু সীমান্ত দিয়ে প্রবেশের পর তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেন তারা।
স্থানীয়রা জানায়, মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সরকারি জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলমান ক্ষমতা দখলের যুদ্ধে বিদ্রোহীদের সঙ্গে টিকতে না পেরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমার সেনাবাহিনীর (তাতমাদো) ৩ সেনাসদস্য। তাদের নিরস্ত্রীকরণ করে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে।
বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন জানান, শনিবার মিয়ানমারের ৩ সেনাসদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের নিরস্ত্রীকরণ করে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে।
এর আগে, গত ১১ মার্চ তিন দফায় জামছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমার জান্তা বাহিনীর তিন জন কর্মকর্তাসহ ১৭৭ বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। তাদের নাইক্ষ্যংছড়ি বিজিবি ব্যাটালিয়ন সদরের বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছিল।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.