সহোলি উপলক্ষ্যে এমিরেটসের বিশেষ আয়োজন

আগামী ২৪ ও ২৫ মার্চ হোলি উৎসব উপলক্ষ্যে এমিরেটস ভারতে পরিচালিত তাদের নির্দিষ্ট কিছু ফ্লাইটে ঐতিহ্যবাহী খাবার- ঠান্ডাই পানীয় এবং হোলি মিষ্টান্ন পরিবেশন করবে।

ভারতের আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লী, হায়দ্রাবাদ, কোলকাতা এবং মুম্বাই এর সকল ফ্লাইটে যাত্রীদের নিয়মিত খাবারের পাশাপাশি ভারতীয়দের মধ্যে অত্যন্ত জনপ্রিয় কেশর গুজিয়া মিষ্টি পরিবেশন করবে এমিরেটস। ডুবোতেলে ভাজা ডাম্পলিং গুলোতে ঘনীভূত দুধ এবং বাদামের মিশ্রণ ভরে তৈরি হয় এই কেশর গুজিয়া। হোলি উৎসবের আমেজের সঙ্গে সঙ্গতিপূর্ণ বর্নিল বাক্সে এগুলো যাত্রীদের দেয়া হবে। প্রথম ও বিজনেস শ্রেণীর যাত্রীদের শীতল ঠান্ডাই পানীয় পরিবেশনের মাধ্যমে স্বাগত জানানো হবে। দুধ, বাদাম, সুগন্ধী জাফরান এবং গোপাপের পাপড়ি থেকে এই পানীয়টি তৈরি হয়।

আগ্রহী যাত্রীরা এমিরেটসের বিনোদন প্রোগ্রাম রপব এ প্রায় ২৬০টি জনপ্রিয় ভারতীয় ছায়াছবি দেখার সুযোগ পাবেন, যার মধ্যে রয়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত, ক্লাসিক বলিউড এবং আঞ্চলিক চলচ্চিত্র। ইয়াশ রাজের মিউজিক ভিডিওসহ ভারতীয় মিউজিকের ৩০টির অধিক এ্যালবাম ও প্লেলিস্টও থাকছে যাত্রীদের জন্য। হোলি হায় শীর্ষক বিশেষ একটি ভিডিও যুক্ত করা হচ্ছে বিনোদন প্রোগ্রামে।

এমিরেটস গত ৩৭ বছর যাবত ভারতে কার্যক্রম পরিচালনা করছে এবং বর্তমানে দেশটির ৯টি গন্তব্যে পরিচালিত সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা ১৭০টি। উল্লেখ্য, এয়ারলাইনটি বর্তমানে বাংলাদেশের ঢাকায় সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.