বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে শ্রীলঙ্কা। এবার তারা ওয়ানডে সিরিজে মাঠে নামছে। তবে সিরিজ শুরুর আগে লঙ্কানদের প্রেস কনফারেন্স শুরু হয়ে গেলেও তখনও দল ঘোষণা হয়নি তাদের।

লঙ্কানদের প্রধান কোচ ক্রিস সিলভারউডও এই ব্যাপারে প্রশ্ন করায় বেশ অবাক হয়েছিলেন। বিব্রত হওয়ার ভঙ্গিতে তিনি বলেছেন, ‘আমার আসলে কোনো ধারণা নেই বিষয়টা নিয়ে। প্রেস রিলিজ দেওয়া তো আমার কাজ নয়। দুর্ভাগ্যজনকভাবে প্রশ্নটার উত্তরও তা-ই দিতে পারছি না।’

অবশ্য সিলভারউডের সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরেই ১৬ সদস্যের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। শারীরিক অসুস্থতার কারণে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি পাথুম নিশাঙ্কা।

ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন এই ব্যাটার। এ ছাড়া শ্রীলঙ্কা সিরিজে খেলা দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান দলে আছেন। তবে বাদ পড়েছেন আসিথা ফার্নান্দো। ১৩ মার্চ সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। বাকি দুই ওয়ানডে ১৫ ও ১৮ মার্চ। সিরিজের সবকটি ম্যাচের ভেন্যুই চট্টগ্রামের জহুর আহমেদ।

শ্রীলঙ্কা স্কোয়াড- কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালঙ্কা, পাথুম নিশাঙ্কা, আভিশকা ফার্নান্দো, সাদিরা সামাবিক্রমা, জানিথ লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, সাহান আরাসিগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়েলাগে, আকিলা ধনঞ্জয়া, চামিকা করুনারত্নে, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.