মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)।
দিবসটি উপলক্ষে বিআইসিএম’র পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীনের নেতৃত্বে ইনস্টিটিউটের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এ সময় ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. নাছির উদ্দিন, উপ-পরিচালক মো: সিরাজুল ইসলাম ও ডেপুটি রেজিস্টার আসিফ ইমরানসহ ইন্সটিটিউটের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। ইনস্টিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট ড. মোহাম্মদ তারেক এর সভাপতিত্বে ও উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য দেন পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন, সহযোগী অধ্যাপক ড. নাছির উদ্দিন ও প্রভাষক ফাইমা আক্তার। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.