ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের ক্রেন রাজধানীর তেজগাঁও রেললাইনের ওপর পড়ায় ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ ব্যাহত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ক্রেনটি সরানোর পর সকাল সাড়ে সাতটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “কারওয়ান বাজার ও মগবাজারের মাঝামাঝি অংশে সকাল ৬টা ৪০ মিনিটের দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে ব্যবহৃত ক্রেন রেললাইনের ওপরে পড়ে যায়। এতে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ঢাকা ও দেশের বেশিরভাগ অংশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ ছিল।”
তিনি বলেন, “রেললাইন থেকে ক্রেন সরানো হলে ফের ট্রেন চলাচল শুরু হয়।”
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.