রাফায় ইসরায়েলি হামলা থামাতে আইসিজেতে সাউথ আফ্রিকা

ফিলিস্তিনের গাজার রাফায় আবারও ইসরায়েলের হামলা বন্ধ করতে আন্তর্জাতিক আদালতে আবেদন জানিয়েছে সাউথ আফ্রিকা। গত মাসে আইসিজে রায় দিয়েছিল, ফিলিস্তিনের গাজাতে গণহত্যা বন্ধ করতে হবে। তখন সাউথ আফ্রিকাই আইসিজে-তে আবেদন জানিয়েছিল।

দেশটি জানিয়েছে, তারা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস (আইসিজে)-কে বলেছে, ইসরায়েল এবার রাফায় সামরিক কার্যকলাপ চালাবার কথা জানিয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক আদালত তার ক্ষমতা ব্যবহার ইসরায়েলকে থামাক এবং গাজায় ফিলিস্তিনিদের অধিকার রক্ষা করুক।

সাউথ আফ্রিকা জানিয়েছে, ইসরায়েল যে রাফাহতে সামরিক অভিযানের কথা বলেছে, তাতে প্রচুর মানুষ মারা যাবেন এবং ধ্বংসলীলা চলবে। এটা ২০২৪ সালের ২৬ জানুয়ারি আন্তর্জাতিক আদালতের রায় ও জেনোসাইড কনভেনশনের বিরোধী।

এদিকে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক মঙ্গলবার ইসরায়েলের রাফাহতে আক্রমণের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালকিকে পাশে নিয়ে বার্লিনে একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, ‘আমি এই ঘোষণায় রীতিমতো চিন্তিত। যদিও এটা স্পষ্ট হয়ে গেছে, রাফাহতে হামাসের বিশাল উপস্থিতি আছে এবং ইসরায়েলেরও নিজেকে রক্ষা করার অধিকার আছে।’

বেয়ারবক বলেছেন, ‘রাফাহ থেকে সাধারণ মানুষ যাতে নিরাপদে অন্যত্র চলে যেতে পারে, ইসরায়েলকে সেই ব্যবস্থা করতে হবে।’

আল-জাজিরা জানিয়েছে, রাফাহতে বিমান হামলায় তাদের দুই সাংবাদিক আহত হয়েছেন। তারা রাফাহতে আশ্রয় নেয়া ফিলিস্তিনিদের উপর একটা ভিডিও করছিলেন। সে সময় ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। আহত সাংবাদিক ইসমাইল আবু ওমরের পা কেটে বাদ দিতে হয়েছে। সূত্র: ডিডাব্লিউ, এপি, এএফপি, রয়টার্স

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.