ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সফলতার সঙ্গে তাদের একটি যুদ্ধজাহাজ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি একথা জানিয়েছেন।
তিনি বলেন, এই সফলতা অর্জনের অর্থ হচ্ছে এখন থেকে আইআরজিসি বিশ্বের যে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে কারণ ইরানের সমুদ্রগামী যুদ্ধজাহাজগুলো পৃথিবীর যেকোনো জায়গায় চলাচল করতে পারে।
জেনারেল সালামির বরাত দিয়ে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, আইআরজিসির নৌ শাখা এবং অ্যারোস্পেস ডিভিশনের যৌথ সহায়তায় দীর্ঘ পাল্লার এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সফলতা অর্জন করা সম্ভব হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে ইরান ভূমধ্যসাগর তীরবর্তী অঞ্চলসহ বিভিন্ন সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। তবে ইরান সবসময় বলে আসছে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে প্রতিরক্ষামূলক, আঞ্চলিক দেশগুলোর জন্য কোন হুমকি নয়। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.