মিয়ানমারের নিরাপত্তা বাহিনী এবং আরাকান আর্মির মধ্যে লড়াইয়ের তীব্রতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে রাখাইন রাজ্যের রাজধানী সিত্তেতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট শিগগিরই ইয়াঙ্গুনে স্থানান্তরিত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ইতিমধ্যেই মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। প্রক্রিয়া চলছে…।
সিত্তেতে অবস্থিত অন্যান্য বিদেশি মিশনগুলোও নিরাপত্তার কারণে ইয়াঙ্গুনে স্থানান্তর করা হচ্ছে। ভারতীয় কনস্যুলেট পাশাপাশি জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার বিদেশি কর্মীদেরও স্থানান্তরিত করা হয়েছে, কূটনৈতিক সূত্র জানিয়েছে।
এদিকে, বান্দরবানের নাইক্ষংছড়ি এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় বসবাসকারীরা সীমান্তের ওপারে সংঘাতের কারণে প্রতিনিয়ত আতঙ্কে রয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দুই দেশের আলোচনার পর বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নিরাপত্তা বাহিনীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.