কাভার্ডভ্যানচাপায় প্রাণ গেল অটোরিকশার ৫ যাত্রীর

কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যানচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত তিন জন। তাদেরকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আমিরাবাদ-কচুয়া সড়কের মহানন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এ তথ্য নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। তিনি বলেন, দুর্ঘটনা অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন নারী ও চারজন পুরুষ। এখনো তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দাউদকান্দি ফায়ার সার্ভিস কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, ‘ঘটনাস্থল থেকে আমরা চারজনের মরদেহ উদ্ধার করেছি। হাসপাতালে নেওয়ার পরে একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরেই চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.