ফেডারেল ইনস্যুরেন্সের শাখা ব্যাবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

সম্প্রতি ফেডারেল ইনস্যুরেন্স কোম্পানির শাখা ব্যাবস্থাপক সম্মেলন-২০২৪ ঢাকা ক্লাবে স্যামসন এইচ চৌধুরী সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান এনামুল হক। সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এএমএম মহিউদ্দিন চৌধুরী।

সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান ইলিয়াস সিদ্দিকী, নির্বাহী ও বিনিয়োগ কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল, নিরপেক্ষ পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান সফররাজ হোসেন, নিরপেক্ষ পরিচালক ও এনআরসি কমিটির চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, পরিচালক মোরশেদুল শফি, পরিচালক জিয়া উদ্দীন, সাবেক চেয়ারম্যান নুরুল আলম, কোম্পনির সকল শাখা ব্যাবস্থাপকগণ ও সকল বিভাগীয় প্রধানবৃন্দ এবং কোম্পনির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কোম্পনি সচিব শেখ মোঃ আনোয়ার উদ্দীন।

সম্মেলনে কোম্পানির চেয়ারম্যান ও পরিচালকবৃন্দ বীমা ব্যাবসার সামগ্রিক পরিস্থিতি এবং বীমা ব্যবসা বৃদ্ধির জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। কর্মকর্তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কোম্পানির কন্সালট্যান্ট বিয়োজিদ মোস্তাবা সিদ্দিকী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী আরিফুর রহমান ও মোঃ ফিরোজ আলম, ডিএমডি মোহাম্মদ জসিম উদ্দিন, ইভিপি মোঃ আবুল কালাম আজাদ ও ভাইস প্রেসিডেন্ট খন্দকার শামীম আহম্মেদ।

শাখা ব্যাবস্থাপকগণ তাদের বক্তব্যে বীমা ব্যবসার বর্তমান পরিস্থিতি এবং বীমা ব্যবসার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তাঁরা আশা প্রকাশ করেন যে ব্যবসার পরিস্থিতি আরো উন্নতি হবে এবং ২০২৪ সালে তাদের নির্ধারিত টার্গেট অর্জিত হবে। সম্মেলনে বিভিন্ন শাখা ব্যাবস্থাপকদের ২০২৩ সালে ভালো পারফরম্যান্স ও তাঁদের নির্ধারিত টার্গেট অর্জন করায় কোম্পানির পক্ষ থেকে তাঁদের পুরস্কৃত করা হয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং কোম্পনির উন্নতি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.