মুনাফায় ফিরেছে জিপিএইচ ইস্পাত

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড ডলারের বড়রকমের মূল্য বৃদ্ধির ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে। টানা কয়েক প্রান্তিক লোকসান গোনার পর ফের মুনাফায় ফিরেছে কোম্পানিটি। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বুধবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, এশিয়ার প্রথম কোয়ান্টাম প্রযুক্তির ইস্পাত কারখানা জিপিএইচ ইস্পাতে স্বল্প সুদের বিদেশী ঋণ রয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে দেশে টাকার বিপরীতে ডলারের মূল্য ব্যাপক হারে বেড়ে যাওয়ায় কোম্পানিটির তহবিল ব্যয় অস্বাভাবিক রকম বেড়ে যায়। তাতে লোকসানের মু্খে পড়ে কোম্পানিটি। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এসে কোম্পানিটি এই ধাক্কা কাটিয়ে উঠেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে,  চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৬ পয়সা। গত বছর একই সময়ে ১২ পয়সা লোকসান হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩২ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা ৭৬ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫০ টাকা ৮০ পয়সা।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.