বিআইসিএম রিসার্চ সেমিনার-৩১ অনুষ্ঠিত

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) রিসার্চ সেমিনার-৩১ অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি আজ সোমবার (২২ জানুয়ারি) ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়।

সেমিনারে “ফ্রেন্ডলি বোর্ডস অ্যান্ড ক্যাপিটাল এলোকেশন এফিসিয়েন্সি” (Friendly Boards and Capital Allocation Efficiency) শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা এগ্রিকালচারাল অ্যান্ড ট্যাকনিকাল স্টেট ইউনিভার্সিটি’র ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ নাজমুল হাসান ভূইয়া।

এই গবেষণা কাজটির মূল লেখক ৩ জন। দ্যা ইউনিভার্সিটি অব উইসকনসিন-হোয়াইটওয়াটারের অনুষদ সদস্য ড. অভিষেক ভান্ডারি ও মিনা সুবেদী এর সঙ্গে আরও রয়েছেন নর্থ ক্যারোলিনা এগ্রিকালচারাল অ্যান্ড ট্যাকনিকাল স্টেট ইউনিভার্সিটি’র অনুষদ সদস্য ড. মোঃ নাজমুল হাসান, সিএফএ।

ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট (অতিরিক্ত দয়িত্ব) মোহাম্মদ শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের স্কুল অব বিজনেসের সিনিয়র প্রভাষক ড. দেওয়ান এম. রহমান। রিসার্চ সেমিনারটি সঞ্চালনা করেন বিআইসিএম’র সহকারী অধ্যাপক ফয়সাল আহমেদ খান।

আলোচনায় অংশ নিয়ে অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম দেশের পুঁজিবাজার নিয়ে গবেষণা অব্যাহত রাখতে একটি ডাটা সেন্টার তৈরির ওপর গুরুত্বারোপ করে বলেন, পুঁজিবাজারের ওপর একটি ডাটা সেন্টার গড়ে উঠলে গবেষকরা সেখান থেকে তথ্য নিয়ে তাদের গবেষণা কাজে ব্যবহার করতে পারবেন। বিআইসিএম এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারে।

ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের স্কুল অব বিজনেসের সিনিয়র প্রভাষক ড. দেওয়ান এম. রহমান তার বক্তব্যে গবেষণাটির বিভিন্ন ভেরিএবল’র প্রভাব নিয়ে আলোকপাত করেন।

সভাপতির বক্তব্যে ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ শফিউল আজম বাংলাদেশের প্রেক্ষাপটে আজকের রিসার্চ সেমিনারের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, কোন কোম্পানিতে বিনিয়োগ করার পূর্বে ওই কোম্পানি বোর্ড সম্পর্কে জানা জরুরী। কেননা বিনিয়োগ সুসংহত করতে কোম্পানির বোর্ড ও দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠান শেষে বিআইসিএম’র পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় বিআইসিএম’র সকল অনুষদ সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

 

অর্থসূচক/ এইচএআই

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.