ফিলিস্তিনি ভূখণ্ডে হামাসের বিরুদ্ধে অভিযানের সময় গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল, এমন অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে সাউথ আফ্রিকা। কারণ গাজায় ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করছে ইসরায়েল।
নেদারল্যান্ডসে অবস্থিত জাতিসংঘের এই শীর্ষ আদালতে শুরু হয়েছে গাজা গণহত্যা মামলার শুনানি৷ শুক্রবার এই অভিযোগের বিষয়ে ইসরায়েলের প্রতিক্রিয়া শুনবে আদালত।
সাউথ আফ্রিকা অবশ্য শুরুতে গাজায় ইসরায়েলের হামলা বন্ধের জরুরি স্থগিতাদেশ দেয়ার দাবি জানিয়েছে। গণহত্যার অভিযোগের মামলা শেষ হতে কয়েক বছর সময় লাগতে পারে।
সাউথ আফ্রিকার প্রতিনিধিরা বলেছেন, গাজায় ইসরায়েলি বাহিনীর সংঘটিত কিছু কাজ জাতিসংঘের গণহত্যা কনভেনশনের বিরুদ্ধে গেছে এবং সেই কাজগুলোকে ৭ অক্টোবরের হামলার উপযুক্ত প্রতিক্রিয়া হিসাবে বিবেচনা করা যায় না।
সাউথ আফ্রিকার বিচারমন্ত্রী রোনাল্ড লামোলা বলেছেন, কোনো রাষ্ট্রের অভ্যন্তরে সশস্ত্র আক্রমণ যতই গুরুতর হোক না কেন…এই কনভেনশন (গণহত্যা কনভেনশন) লঙ্ঘনের যুক্তি হিসাবে সেটা দাঁড় করানো যেতে পারে না। ইসরায়েল যে পরিমাণ বোমাবর্ষণ করেছে তা অভূতপূর্ব এবং গাজা উপত্যকাকে ইসরায়েল কার্যত বসবাসের অযোগ্য করে তুলেছে৷
ইসরায়েল এই গণহত্যার অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে এবং হামাসের পক্ষে কাজ করার অভিযোগ তুলেছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ সব আন্তর্জাতিক আইন মেনেই পরিচালনা করা হচ্ছে। গাজা স্থায়ীভাবে দখল করা বা সেখান থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে ফেলার কোনো উদ্দেশ্য ইসরায়েলের নেই বলেও জানিয়েছিন তিনি।
নেতানিয়াহু বলেন, আমার লক্ষ্য গাজা থেকে হামাস সন্ত্রাসীদের নির্মূল করা এবং আমাদের জিম্মিদের উদ্ধার করা। আইডিএফ (ইসরায়েলের সেনাবাহিনী) বেসামরিক হতাহতের সংখ্যা কমানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছে।
এদিকে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা মামলা করার কারণটি ‘নীতিগত’ বলে বর্ণনা করেছেন। বুধবার তিনি বলেন, ‘গাজার জনগণের ওপর চলমান হত্যাকাণ্ডে আমাদের বিরোধিতা রাষ্ট্র হিসাবে আমাদের আইসিজেতে যেতে বাধ্য করেছে। একসময় আমরা ক্ষমতাহীনতা, বৈষম্য, বর্ণবাদ এবং রাষ্ট্রীয় মদদপুষ্ট সহিংসতার তিক্ত ফল আস্বাদন করেছি। ইতিহাসের সঠিক পথে আমাদের অবস্থান থাকবে।’ সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স
Irish lawyer Blinne Ni Ghralaigh who is supporting South Africa's legal team at the ICJ, says the number of orphans caused by ‘Israel’s genocidal assault on the Palestinian population in Gaza’ has led to the need for a new acronym: WCNSF – wounded child, no surviving family. pic.twitter.com/i63iXKMaIN
— Al Jazeera English (@AJEnglish) January 11, 2024
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.