অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গিয়ে দখলদার ইসরাইলের আরও ৯ সেনা নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত তিন জন কর্মকর্তা পর্যায়ের সেনা রয়েছে।
মধ্য গাজার বুরেইজ এলাকায় ভয়াবহ বিস্ফোরণে ইসরাইলের কম্ব্যাট ইঞ্জিনিয়ারিং কোরের পাঁচ সেনা নিহত হয়। সাংবাদিকদের নিয়ে গাজায় হামাসের একটি রকেট উৎপাদনকেন্দ্র পরিদর্শনের সময় এই বিস্ফোরণ ঘটে।
ইসরাইলের গণমাধ্যমগুলো বলছে- প্রাথমিকভাবে এই বিস্ফোরণের কারণ অস্পষ্ট। তবে বিস্ফোরণের পরপরই হতাহতদের ইসরাইলি সেনারা গাজার বাইরে নিয়ে যায়। ইসরাইলি সেনা কমান্ডাররা এই ঘটনাকে ব্যাপক হতাহতের ঘটনা বলে উল্লেখ করেছে।
টাইমস অব ইসরাইল বলছে- হামাসের কাছ থেকে দখল করা একটি রকেট উৎপাদন কারখানা সাংবাদিকদের দেখাতে নিয়ে গিয়েছিল এসব সেনা।
এদিকে, দখলদার বাহিনী জানিয়েছে, গাজায় যুদ্ধ করতে গিয়ে গতকাল আরো চার সেনার মৃত্যু হয়েছে। এতে সব মিলিয়ে গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে ইসরাইলের ১৮৫ জন সেনা নিহত হলো।
তবে হামাস বলে আসছে- ইসরাইলি সেনা হতাহতের পরিমাণ আরো অনেক বেশি; কিন্তু নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যত চিন্তা করে প্রকৃত সংখ্যা ঘোষণা করা হচ্ছে না। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.