কোমল পানীয় তৈরির পিইটি বোতলিং প্ল্যান্ট তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতাধীন দুটি কোম্পানি কেরু অ্যান্ড কোম্পানি বিডি লিমিটেড ও রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড বিডি লিমিটেড। এজন্য বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যানের কাছে সংস্থার পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ থেকে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে এ প্ল্যান্টের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. শহীদুল করীমকে আহ্বায়ক ও কোম্পানি বিষয়ক জিএম জীবন নাহারকে সদস্যসচিব করে ৬ সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন।
কমিটির অন্য সদস্যরা হলেন হিসাব নিয়ন্ত্রক মো. শফিকুল ইসলাম, রেইনউইক অ্যান্ড যজ্ঞশ্বের কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হক, করপোরেশনের তড়িৎকৌশল বিভাগের ম্যানেজার মাহমুদুল হক এবং পরিকল্পনা উন্নয়ন বিভাগের ম্যানেজার ওমর ফারুক।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.