বেইজ ক্যাম্প এডভেঞ্চার্সের সঙ্গে ইবিএল’র চুক্তি

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও বেইজ ক্যাম্প এডভেঞ্চার্স লিমিটেড সম্প্রতি ঢাকায় একটি গ্রাহক সুবিধা চুক্তি স্বাক্ষর করেছে।

ইবিএল’র উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আনোয়ার এবং বেইজ ক্যাম্প এডভেঞ্চার্সের ব্যবস্থাপক- বিক্রয় ও বিপনন কাজী মঞ্জুরুল মোর্শেদ ইনাম চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির ফলে বেইজ ক্যাম্পে আবাসন ও বিভিন্ন কর্মকান্ডের ওপর ইবিএল কার্ডধারীরা বিশেষ সুবিধা ভোগ করবেন।

ইবিএল সিনিয়র ম্যানেজার- বাঙ্কাস্যুরেন্স, স্টুডেন্ট ব্যাংকিং ও রিটেইল প্রপোজিশন ফারজানা কাদের এবং বেইজ ক্যাম্প এডভেঞ্চার্সের সহকারী ব্যবস্থাপক- বিক্রয় ও বিপনন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.