বুধবার শীর্ষ ব্রোকারদের সঙ্গে বৈঠক করবে বিএসইসি

দেশের পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে বুধবার (৩ জানুয়ারি) শীর্ষ ব্রোকার হাউজের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (০২ জানুয়ারি) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম অর্থসূচককে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার (৩ জানুয়ারি) বিকাল ৪টায় বিএসইসির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা যায়, শীর্ষ ২০ ব্রোকার হাউজের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

সম্প্রতি বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, পুঁজিবাজারে গভর্নেন্সের বিষয়ে ইতিমধ্যে কঠোর হওয়া শুরু করেছি। নির্বাচনের পর থেকে আরও কঠোর হবো।

এদিকে সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে মিশ্র প্রতিক্রায় লেনদেন হচ্ছে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।

 

অর্থসূচক/এমএইচ

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.