গাজায় ইসরাইলি গণহত্যা ইস্যুতে চলমান উত্তেজনা চলার মধ্যেই ইরানের যুদ্ধজাহাজ আলবোর্জ ডেস্ট্রয়ার বাব আল মান্দেব প্রণালী অতিক্রম করে লোহিত সাগরে প্রবেশ করেছে। ২০০৯ সাল থেকে এই ডেস্ট্রয়ারটি আন্তর্জাতিক পানি সীমায় জাহাজ চলাচল নিরাপদ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
গাজায় ইসরাইলি বাহিনী গণহারে মানুষ হত্যা করে যাচ্ছে, এর প্রতিবাদে ইসরাইল অভিমুখী জাহাজগুলোতে হামলার প্রতিশ্রুতি দিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। এরিমধ্যে তারা বেশ কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে।
এরই মধ্যে সোমবার আমেরিকা জানায় লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের তিনটি নৌকা তারা ডুবিয়ে দিয়েছে। এ ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। মোট চারটি নৌকা ছিল। একটি নৌকা পালাতে পেরেছে।
আমেরিকা এই তথ্য প্রকাশ করার পরেই ইরান তাদের যুদ্ধজাহাজ লোহিত সাগরে পাঠালো। ফলে পরিস্থিতি আরো উত্তপ্ত হলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের বক্তব্য, এর ফলে ইরান সরাসরি এই সংঘাতে ঢুকে পড়ল।
বস্তুত, যুক্তরাজ্যও সম্প্রতি জানিয়েছে, তারা হুতি বিদ্রোহীদের হামলার বিরুদ্ধে ডিরেক্ট অ্যাকশনে নামবে। কারণ এর ফলে কোনো পণ্যবাহী জাহাজ সুয়েজ খালের রাস্তা দিয়ে যেতে চাইছে না। আফ্রিকা ঘুরে কেপ অফ গুড হোপ হয়ে তারা যাতায়াত করছে। এর ফলে খরচ কয়েক গুণ বেড়ে গেছে, পণ্য পরিবহণে সময়ও লাগছে অনেক বেশি।
গাজায় এ পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষকে মার্কিন সমর্থিত ইসরাইলি বাহিনী হত্যা করেছে। সূত্র: ডিডাব্লিউ, পার্সটুডে, রয়টার্স, এপি, এএফপি
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.