মাউন্ট মঙ্গানুইতে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাটিংয়ে নেমে মিচেল স্যান্টনারের তোপের মুখে পড়েছিল বাংলাদেশ। কিউই অধিনায়ক একাই ৪ উইকেট নিয়ে বাংলাদেশকে ধসিয়ে দিয়েছেন। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি সৌম্য সরকার-নাজমুল হোসেন শান্তরা। বাংলাদেশের ইনিংস থামে ১১০ রানে অল আউট হয়ে।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি বাংলাদেশ। টিম সাউদির করা প্রথম দুই বলে রান নিতে পারেননি সৌম্য। তৃতীয় বলে এক্সট্রা কাভার দিয়ে চার মেরে রানের খাতা খোলেন এই ওপেনার। যদিও পরের বলেই গুড লেন্থের বলে এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় সৌম্যকে। এরপর উইকেটে এসে টিম সাউদিকে স্ট্রেইট ড্রাইভ করে চার মেরে রানের খাতা খোলেন। পরের ওভারে অ্যাডাম মিলনেকে টানা দুই বলে দুই চার মারেন শান্ত। প্রথমটি মিড উইকেট দিয়ে আর পরেরটি অফ স্টাম্পের বাইরে জায়গা করে নিয়ে ডিপ এক্সট্রা কাভারের ওপর দিয়ে।
মিলনের দ্বিতীয় ওভারে কাভারের ওপর দিয়ে মারতে গিয়ে ফিন অ্যালেনের ক্যাচ হয়েছেন ১৭ রান করা শান্ত। এরপর ফিরে গেছেন রনি তালুকদারও। তিনি বেন সিয়ার্সের বলে ১০ বলে ১০ রান করে আউট হয়েছেন। যদিও বল ট্র্যাকিংয়ে দেখা গেছে, রিভিউ নিলে বেঁচে যেতেন রনি। বল মিস করে যেত লেগ স্টাম্প। মিচেল স্যান্টনারের করা আগের বলেই শর্ট ফাইন লেগ দিয়ে চার মেরেছিলেন আফিফ হোসেন। ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন। তবে পরের বলেই এগিয়ে এসে খেলতে গিয়ে এজ হয়ে টিম সেইফার্টকে ক্যাচ দিয়েছেন এই ব্যাটার। ফলে চতুর্থ উইকেট হারায় টাইগাররা।
স্যান্টনারের অফ স্টাম্পের বাইরের বলে ড্যাব করতে চেয়েছিলেন হৃদয়। কিউই ফিল্ডারদের জোরালো আবেদনে আম্পায়ার অবশ্য কট বিহাইন্ড দেননি। তাতে করে অবাক হয়েছিলেন কমেন্টেটররাও। তবে স্যান্টনার নেন রিভিউ। দেখা যায় বল হৃদয়ের ব্যাটে লেগেছে। ক্যাচটাও ঠিকঠাক নিয়েছেন স্যান্টনার। ফলে ১৬ রান নিয়ে ফিরে যেতে হয় থিতু হওয়া এই ব্যাটারকে।
টিকতে পারেননি বাংলাদেশের শেষ স্বীকৃত ব্যাটার শেখ মেহেদীও। তিনি ৪ রান করে স্যান্টনারের বলে আউট সাইড এজ হয়ে ক্যাচ দিয়েছেন সেইফার্টের হাতে। একপ্রান্ত আগলে রাখা শামীম পাটোয়ারি ফিরেছেন স্যান্টনারকে ফাইন লেগ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে টিম সাউদিকে ক্যাচ দিয়ে মাত্র ৯ রানে। আর তাতেই ৬ বলের মধ্যে ৩ উইকেট নেয়ার স্বাদ পান স্যান্টনার। সিয়ার্সের ওপর চড়াও হতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়েছেন শরিফুল ইসলাম। কাভারে তিনি ক্যাচ দিয়েছেন জিমি নিশামকে। টিম সাউদির স্লোয়ার বলে লেগ সাইডে খেলতে গিয়ে টপ এজ হয়ে তানভির ইসলাম ক্যাচ দিয়েছেন ইশ সোধিকে। রিশাদ হোসেনকে বোল্ড করে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দিয়েছেন মিলনে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.