নিউজিল্যান্ডের মাটিতে এখনও পর্যন্ত ১১টি টি-টোয়েন্টি খেললেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এর মধ্যে ৯টি ম্যাচে কিউইদের বিপক্ষেই হেরেছে টাইগাররা। এমন পরিসংখ্যান মাথায় রেখেই কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে টাইগাররা।
এদিকে টানা দুই ওয়ানডে হারের পর নেপিয়ারের ম্যাকলিন পার্কে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৯ উইকেটের দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। সেই স্মৃতি সঙ্গী করেই কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। একই মাঠ এবং একই উইকেটে খেলা হওয়ায় বাংলাদেশ যে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছে সেটা বলাই যায়।
এদিকে রিশাদ হোসেন ও সৌম্য সরকার একাদশে জায়গা পেয়েছেন। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে তানজিম সাকিবের।
এরই মধ্যে টসে জিতে আগে ফিল্ডিংয়ের করছে বাংলাদেশ। বোলিংয়ে নেমে ইনিংসের তৃতীয় বলেই সাফল্য পেয়েছে বাংলাদেশ। টিম সেইফার্টকে বোল্ড করে উইকেটের হাতা খুলেছেন শেখ মেহেদী। পরের ওভারে ফিন অ্যালেনকে আউট সাইড এজ করে আউট করে স্লিপে সৌম্য সরকারের ক্যাচ বানিয়েছেন শরিফুল ইসলাম। পরের বলে তিনি এলবিডব্লিউ করেছেন গ্ল্যান ফিলিপসকে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.