চার্টার্ড লাইফের মৃত্যু বীমাদাবী চেক হস্তান্তর

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লমিটেডের সুমন বড়ুয়া এজেন্সী’র বীমা গ্রাহক ইব্রাহিম খলিল মিলন সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। চার্টার্ড লাইফ ইব্রাহিম খলিলের মৃত্যুতে মৃত্যুদাবী বাবদ ১ টি পলিসির অনুকূলে মোট বোনাস সহ ১ লক্ষ ৪০ হাজার ৫১১ টাকার চেক গ্রাহকের মনোনীতক স্ত্রী সালমা বেগমের হাতে তুলে দেন।

চেক হস্তান্তর করেন কোম্পানির চট্টগ্রাম সেলসের প্রধান ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোঃ এমদাদুল হক জাহেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র সেলস ম্যানেজার মোঃ শহিদুল্লাহ সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। চার্টার্ড লাইফ দ্রুততার সঙ্গে তার সকল বীমা গ্রাহককে সকল ধরণের বীমা সুবিধা প্রদানে সবসময় অঙ্গিকারাবদ্ধ।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.