ইসরাইল অভিমুখী যেকোনো দেশের জাহাজকে টার্গেট করা হবে: হুতি

ইয়েমেন উপকূল দিয়ে যাতায়াতকারী সকল ইসরাইলি জাহাজ তাদের গতিপথ পরিবর্তন করে অন্যান্য রুটে চলাচল শুরু করেছে। ইয়েমেনের সশস্ত্র বাহনী হুতিদের হুমকির পরিপ্রেক্ষিতে ইসরাইলি জাহাজগুলো এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

এবার শুধু ইসরাইলি জাহাজ নয় বরং ইসরাইল অভিমুখী যেকোনো দেশের জাহাজে হামলা চালানোর হুমকি দিয়েছে হুতিরা। সংগঠনটির সেনা মুখপাত্র বিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেছেন, লোহিত সগার দিয়ে ইসরাইলে গমনকারী যেকোনো জাহাজ হবে আমাদের হামলার বৈধ টার্গেট।

ওদিকে গাজা উপত্যকায় এরইমধ্যে ইসরাইলি অবরোধের কারণে খাদ্যদ্রব্যের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে এবং সেখানকার অধিবাসীরা তীব্র কষ্টে দিন কাটাচ্ছেন। এ সম্পর্কে জেনারল সারিয়ি বলেন, যদি গাজাবাসী প্রয়োজনীয় খাবার ও ওষুধ সরবারহ না পায় তাহলে ইসরাইলি বিভিন্ন পণ্যসামগ্রী বহনকারী জাহাজ হবে ইয়েমেনের সেনাবাহিনীর বৈধ টার্গেট; সেই জাহাজটি বিশ্বের যে দেশেরই হোক না কেন।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র বলেন, লোহিত সাগর ও আরব সাগর দিয়ে তারা ইসরাইলি জাহাজ চলাচল কার্যকরভাবে বন্ধ করে দিতে সক্ষম হওয়ার পর দ্বিতীয় দফার এ ঘোষণা দেয়া হলো। তিনি আবারও বলেন, বিশ্বের যেকোনো দেশের যেকোনো পণ্যবাহী জাহাজ লোহিত সাগর দিয়ে যাতায়াত করতে পারবে। তবে ইসরাইলের কোনো বন্দর অভিমুখী জাহাজকে লোহিত সাগর অতিক্রম করতে দেয়া হবে না। পার্সটুডে

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.