গাজায় ইসরাইলি হামলায় ব্যাপকভাবে বেসামরিক মানুষের হত্যাকাণ্ডের প্রতি ইঙ্গিত করে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সিনিয়র পলিটব্যুরো সদস্য ওসামা হামদান বলেন, এটি নেতানিয়াহু সরকারের বিজয়ের কোনো নিদর্শন নয় বরং পরাজয়ের ইঙ্গিত। তার সরকারের পতন অত্যাসন্ন হয়ে পড়েছে। যতই দিন যাচ্ছে ততই নেতানিয়াহু ও তার যুদ্ধবাজ মন্ত্রিসভা গাজার জলাভূমিতে তলিয়ে যাচ্ছে।
গতরাতে লেবাননের রাজধানী বৈরুতে পূর্বঘোষিত এক সংবাদ সম্মেলনে এ প্রত্যয় জানান তিনি ।
ইসরাইলের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি ঘোষণা করে তিনি বলেন, যুদ্ধ যতদিন ধরেই চলুক না কেন আমরা তার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছি। গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকার ওপর অবিরাম বিমান হামলা এবং ২৭ অক্টোবর থেকে গাজায় স্থল অভিযান চালানো সত্ত্বেও ইসরাইল যখন হামাসের তেমন কোনো ক্ষতি করতে পারেনি তখন এ প্রতিশ্রুতি জানালেন ওসামা হামদান।
তিনি বলেছেন, যতক্ষণ পর্যন্ত গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ না হচ্ছে ততক্ষণ দখলদারদের সঙ্গে বন্দি বিনিময় নিয়ে আর কোনো কথা হবে না।
ওসামা হামদানের এ বক্তব্য বিশ্লেষণ করেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মাদ এলমাসরি। তিনি আল-জাজিরাকে বলেছেন, হামদানের কণ্ঠে ‘দৃঢ় প্রত্যয় ও সংঘাতময় সুর’ শোনা গেছে। আমরা জানি যে, হামাস এখনও প্রায় পুরোপুরি অক্ষত রয়েছে। এর বিভিন্ন স্তরের নেতৃত্ব এখনও অক্ষত রয়েছে। হামাসের খুব সামান্য সংখ্যক সদস্য নিহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যের এই বিখ্যাত রাজনৈতিক বিশ্লেষক বলেন, প্রায় দুই মাসের সর্বাত্মক হামলা সত্ত্বেও রাজনৈতিক ও সামরিক দিক দিয়ে হামাসকে নিশ্চিহ্ন করার যে লক্ষ্য ইসরাইল ঠিক করেছিল তার ধারেকাছেও সে যেতে পারেনি। এ কারণেই ওসামা হামদানের কণ্ঠে ‘চরম আত্মবিশ্বাস’ ফুটে উঠছে। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.