আকাশছোঁয়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ব্যাংক দীর্ঘদিন ধরে চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় পলিসি রেট দশমিক ৫০ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ৭ দশমিক ৭৫ শতাংশ করেছে।
আজ রোববার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে ভার্চুয়ালি বাংলাদেশ ব্যাংকের পুনর্গঠিত মুদ্রানীতি কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পলিসি রেট তথা ওভারনাইট রেপো সুদহার অবিলম্বে কার্যকর হবে। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক পদক্ষেপ অব্যাহত থাকবে।
এর আগে, চলতি বছরের অক্টোবরে বাংলাদেশ ব্যাংক পলিসি রেট দশমিক ৭৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ৭ দশমিক ২৫ শতাংশ করেছিল।
অর্থসূচক/এমএইচ



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.