ইসরায়েলগামী ফ্লাইট স্থগিত করলো এমিরেটস

গাজায় চলমান সামরিক সংঘাতের কারণে ইসরায়েলে এবং সেখান থেকে ফ্লাইট স্থগিত করেছে এমিরেটস এয়ারলাইন। এয়ারলাইনটির তরফ থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বন্ধ থাকবে এমিরেটস এর তেল-আবিবগামী বিমান পরিচালনা।

এমিরেটসের একজন মুখপাত্র বলেছেন, “আমরা ইসরায়েলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি।”

এমিরেটসের ফ্লাইটে তেল আবিবের সাথে অগ্রবর্তী সংযোগ সহ গ্রাহকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সেখানে ভ্রমণের জন্য গ্রহণ করা হবে না, মুখপাত্র যোগ করেছেন।

এর আগে ৭ অক্টোবর ইসরায়েল-হামাস সংঘর্ষের কারণে নিরাপত্তা জনিত উদ্বেগের কারণে এমিরেটস ১২ অক্টোবর প্রাথমিকভাবে তার তেল আবিব ফ্লাইট বাতিল করেছিল এবং স্থগিতাদেশ একাধিকবার বাড়িয়েছিল। এয়ারলাইনটি প্রথমে ২৬ অক্টোবর এবং পরে ১৪ নভেম্বর পর্যন্ত স্থগিতাদেশ বর্ধিত করে। উল্লেখযোগ্যভাবে, এটি তেল আবিবে অনির্দিষ্টকালের জন্য এমিরেটসের কার্যক্রম স্থগিত করার প্রথম উদাহরণ।

জানা গেছে ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১৪ হাজার ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় মারা গেছে। এর মধ্যে ৫ হাজার ৮০০ টির বেশি শিশু এবং ৩ হাজার ৯০০ জন নারী রয়েছে। ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৩৩ হাজারেরো বেশি মানুষ মারা গেছে।

 

সূত্রঃ গালফ নিউজ

 

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.