ওতামেন্ডির গোলে ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা

বুধবার মারাকানায় বাংলাদেশ সময় সকালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের ঘরের মাঠে গিয়ে দলকে জয় পাইয়ে দিতে আর্জেন্টিনার হয়ে গোল করেন নিকোলাস ওতামেন্ডি।

বল দখলের লড়াইয়ে দুই দলই ছিল সমানে সমান। গোলমুখে সমান ৮টা করে শটও মেরেছে দুদল। তাতে আর্জেন্টিনার ২ আর ব্রাজিলের ৪ শট ছিল লক্ষ্যে। যদিও কাঙ্ক্ষিত গোল পেয়েছে আর্জেন্টিনাই। ম্যাচজুড়ে ফাউল হয়েছে ৪২টি। যার ২৬টি ব্রাজিল আর ১৬টি করে আর্জেন্টিনা।

যদিও গ্যালারিতে দুই দলের সমর্থকদের মারামারিতে খেলা শুরু হলো ৩০ মিনিট পর। দুই দলের সমর্থকদের দাঙ্গায় কিক অফের আগেই উত্তাপ ছড়ালে দল নিয়ে বেরিয়ে যান মেসি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর মাঠে ফেরে আর্জেন্টিনা। গ্যালারির এই উত্তেজনার পারদ নিয়ে নেমে মাঠেও তা যেন ছড়িয়ে পড়ে।

শুরুর কয়েক মিনিটে দুই দলই জড়ায় একাধিক বিবাদে, অনেকগুলো ফাউলে খেলার গতি হয় মন্থর। আগ্রাসী শরীরী ভাষা আর একের পর এক ফাউলে চলতে থাকা ম্যাচে দ্বিতীয়ার্ধে এগিয়ে গেল আর্জেন্টিনা। শেষ দিকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়েলিটনকে লাল কার্ড দেখানো নিয়ে তৈরি হলো বিতর্ক। প্রথমার্ধের সবচেয়ে সুর্বণ সুযোগগুলো পায় ব্রাজিল। ৩৯ মিনিটে রাফিনিয়ার শট অল্পের জন্য বাধাগ্রস্ত হয়ে ফিরে যায় কর্নারে। ৪৪ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে বক্সের ভেতর বল পান গ্যবারিয়েল মার্তিনেল্লি। তার হাফ ভলি ঢুকে যাচ্ছিল বক্সের দিকে। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও নাগাল পাননি। তবে তার পেছনে দাঁড়িয়ে থাকা আকুনা হাঁটু দিয়ে তা প্রতিহত করে দলকে রক্ষা করেন।

দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে এগিয়েই যাচ্ছিলো ব্রাজিল।তবে মার্তিনেল্লির প্রচেষ্টা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন মার্টিনেজ। খেলার ধারার বিপরীতে ম্যাচের ৬৩ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। কর্নার থেকে লো সেলসোর উড়ে আসা বলে হেডে আলিসন বেকারকে পরাস্ত করেন নিকোলাস ওতামেন্ডি। ৭৮ মিনিটে মেসিকে তুলে নিয়ে অ্যাঞ্জেল ডি মারিয়াকে নামায় আর্জেন্টিনা।

ম্যাচে যে শারিরীক ভাষায় আক্রমণের শুরু হয়েছিল, তা থামলো না শেষের দিকেও। ৮১ মিনিটে ব্রাজিলের বিপদ আরও বাড়ে জেয়েলিংটন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে। তাতে ১০ জনের ব্রাজিল শেষ পর্যন্ত চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি।এ নিয়ে বাছাই পর্বে টানা তৃতীয় হার নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল।

এই জয়ে ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইয়ে আবারও পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখল করলো আর্জেন্টিনা। ৭ ম্যাচে ৬ জয় ১ হারে তাদের পয়েন্ট ১৮। ৬ ম্যাচে ২ জয় ৩ হার ও ১ ড্রতে ৭ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে আছে ব্রাজিল।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.