ইবিএল-র‌্যাংগস ওয়ার্কশপ চুক্তি অনুষ্ঠিত

মিটসুবিসি সার্ভিস সেন্টারে সেবা নিলে বিশেষ মুল্যছাড় পাবেন ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) কার্ডধারীরা।

সম্প্রতি ঢাকায় এতদসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন ইবিএল হেড অব বিজনেস রিটেইল ও এসএমই ব্যাংকিং সৈয়দ জুলকার নায়েন এবং র‌্যাংগস লিঃ ও র‌্যাংগস ওয়ার্কশপের সিইও মোহাম্মদ হামিদুর রহমান সিমন।

এসময় ইবিএল সিনিয়র ম্যানেজার ফারজানা কাদের এবং র‌্যাংগস লিমিটেড ও র‌্যাংগস ওয়ার্কশপের হেড অব মার্কেটিং মোহাম্মদ ফাহিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.