অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গিয়ে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে আরও ছয় ইসরাইলি সেনার নিহত হওয়ার খবর স্বীকার করেছে দেশটির সেনা কর্তৃপক্ষ। এ নিয়ে হামাসকে ‘ধ্বংস’ করা এবং তাদের হাতে আটক ইসরাইলি নাগরিকদের উদ্ধার করার উদ্দেশ্যে গাজায় অনুপ্রবেশকারী নিহত সেনার সংখ্যা ৫৬ জনে পৌঁছেছে।
ইসরাইলি গণমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, উত্তর গাজায় কয়েকটি সংঘর্ষে এসব সেনা নিহত হয়েছে। এসব সংঘর্ষে আরো অন্তত আট ইসরাইলি সেনা গুরুতর আহত হয়েছে। তবে ঠিক কবে এসব সেনা হতাহত হয়েছে তা জানায়নি তেল আবিব। নিহত সেনাদের মধ্যে একাধিক অফিসার রয়েছে।
টাইমস অব ইসরাইলে নিহত যে ছয় ইসরাইলি সেনার নাম ও ছবি প্রকাশিত হয়েছে তারা হচ্ছে- মেজর ডেভিড ডিগমি (৪৩), সার্জেন্ট শ্লোমো গুর্তোভনিক (২১), ক্যাপ্টেন ইডেন প্রোভিসর (২১), সার্জেন্ট অ্যাডি হার্ব (১৯), সার্জেন্ট শাচার ফ্রিডম্যান (২১) এবং মেজর জামাল আব্বাস (২৩)। মেজর জামাল আব্বাস ইসরাইলের আরব দ্রুজ কমিউনিটির সদস্য বলে মনে করা হচ্ছে।
গত ৭ অক্টোবর গাজা-ভিত্তিক ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনগুলো ইসরাইলের অভ্যন্তরে প্রবেশ করে এক অভিযান চালায়। ওই অভিযানে আড়াইশ’র বেশি ইসরাইলি সেনাসহ ১,২০০ জন নিহত হয়। এর জবাবে ইসরাইল ৭ অক্টোবর থেকেই গাজা উপত্যকার বেসামরিক অবস্থানের ওপর নির্বিচারে বিমান হামলা শুরু করে যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এছাড়া, ২৭ অক্টোবর থেকে গাজায় স্থল অভিযান শুরু করে মানবতার শত্রু ইসরাইল। কিন্তু মূল অভিযান শুরুর ৪৪ দিন এবং স্থল অভিযান শুরু হওয়ার ২৪ দিন পর আজও হামাসের কোনো টানেল কিংবা পণবন্দিদের কোনো দলকে খুঁজে পায়নি ইসরাইলি সেনারা।
এদিকে গাজায় নিহত ইসরাইলি সেনাদের যে সংখ্যা তেল আবিব প্রকাশ করছে তা সঠিক নয় বলে জানিয়েছে হামাস। সংগঠনটি বলছে, তাদের হাতে আরো অনেক বেশি ইসরাইলি সেনা হতাহত হলেও জনরোষের আশঙ্কায় তাদের সঠিক সংখ্যা প্রকাশ করছে না সরকার। খবর- পার্সটুডে
হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা শুক্রবার রাতে এক অডিও বার্তায় বলেন, হামাস যোদ্ধাদের হামলায় প্রতিনিয়ত ইসরাইলি সেনারা মারা পড়ছে এবং তারা বহু ফ্রন্টে পশ্চাদপসরণ করতে বাধ্য হয়েছে। কিন্তু তেল আবিব তার নিহত সেনাদের প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না। তিনি ইসরাইলি নাগরিকদের উদ্দেশ করে বলেন, তোমাদের নিহত সেনাদের সংখ্যা আজ হোক কিংবা কাল তোমরা শুনতে পারবে এবং সে সংখ্যাটি তোমাদের কল্পনার চেয়েও অনেক অনেক বেশি।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.