বিএনপি-জামায়াত ও সমমনা রাজনৈতিক দলের ডাকা পঞ্চম দফার অবরোধে দুর্বৃত্তদের আগুনে ১৮টি যানবাহন পুড়ে গেছে। ১৪ নভেম্বর সন্ধ্যা ৭টা থেকে ১৬ নভেম্বর সন্ধ্যা ৭টা পর্যন্ত এই দুইদিনে এসব আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য জানান।
তিনি বলেন, ১৬টি আগুনের ঘটনায় ১৮টি যানবাহন পুড়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৫টি, ঢাকা বিভাগে (দোহার, টাঙ্গাইল) ২টি, বরিশাল বিভাগে (ঝালকাঠি)১টি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ) ৫টি, চট্টগ্রাম বিভাগে (চট্টগ্রাম, চাঁদপুর) ২টি, সিলেট বিভাগে (সিলেট সদর) একটি আগুনের ঘটনা ঘটে। এসব ঘটনায় ৭টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ৫টি ট্রাক, ২টি লেগুনা ও একটি ট্রেন পুড়ে যায়।
এসব আগুন নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ২৮ ইউনিট ও ১৫৩ জন কাজ করেন।
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.