গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে তাদের আরও দুই সেনার নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরাইল। নিহত সেনাদের নাম ও ছবি প্রকাশ করেছে তেল আবিব। ইসরাইল থেকে প্রকাশিত হারেৎজ পত্রিকার অনলাইন ইংরেজি ভার্সনে নিহত দুই সেনার ছবি প্রকাশিত হয়েছে।
নিহত দুই সেনা হচ্ছে- ইসাচার নাতান (২৮) ও ইতালি শোহাম (২১)। ইসরাইলি সূত্র ওই দুই সেনার পদবি প্রকাশ করেনি। তবে গাজার প্রতিরোধ আন্দোলন হামাস দাবি করেছে, ইসাচার নাতান ইসরাইলি সেনা কর্মকর্তা। হামলায় আরও এক সেনার গুরুতর আহত হওয়ার কথা স্বীকার করেছে তেল আবিব।
এই নিয়ে ইসরাইলের স্বীকারোক্তি অনুযায়ী, গাজায় স্থল অনুপ্রবেশের শুরু থেকে এ পর্যন্ত তাদের ৪৪ সেনা নিহত হলো। যদিও এই সংখ্যাকে প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কম বলেছেন ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। তারা বলেছেন, গাজা যুদ্ধে প্রচুর সংখ্যক ইসরাইলি সেনা হতাহত হচ্ছে জনরোষে পড়ার আশঙ্কায় যাদের প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না তেল আবিব। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.