৯ বোলারের বোলিংয়ের কারণ জানালেন রোহিত

চলতি বিশ্বকাপে ভারতীয় ব্যাটাররা ভাসছেন প্রশংসার জোয়ারে। বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটিং লাইন আপ আসর জুড়ে হুমকি হয়ে দাঁড়িয়েছে প্রতিপক্ষ দলের বোলারদের জন্য। গতকালও ব্যতিক্রম ছিলো না রোহিতের দল। ডাচদের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই বোলারদের তুলোধুনা করে অগ্রাসি ব্যাটিং চালিয়ে যান ভারতীয় ব্যাটাররা, তোলেন ৪০৯ রান।

এ দিন রোহিত, শুভমান গিল ও বিরাট কোহলি তিনজনই হাফ সেঞ্চুরির দেখে পেয়েছেন। সেঞ্চুরি করেছেন শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল। ব্যাট হাতে এই ব্যাটাররা আলোচনায় থাকবেন সেটাই স্বাভাবিক। তবে গতকাল এই তারকা ব্যাটাররা আলোচনায় ছিলেন অন্য কারণে। এদিন ডাচ ব্যাটারদের বল হাঁতে পরীক্ষা নিয়েছেন এই ব্যাটাররাও। এমনকি ম্যাচে রোহিত ও কোহলি একটি করে উইকেটও তুলেছেন।

পুরো ম্যাচ জুড়ে বিরাট কোহলি, সূর্যকুমার যাদবরা মিলে বোলিং করেছে ৯ ভারতীয় বোলার। অবশ্য ম্যাচ শেষে এমন কাণ্ডের কারণ জানিয়েছেন রোহিত শর্মা। তিনি বলেন, ‘যখন আপনার হাতে পাঁচ জন বোলারই থাকে, তখন আপনি দলের মধ্যে আরও বিকল্প তৈরি করতে চাইবেন। আমার মনে হয় এখন সেই বিকল্পটা আমাদের হাতে আছে। আজ আমাদের হাতে ৯টি বিকল্প ছিলো।’

এমনিতেই চলতি বিশ্বকাপে জসপ্রিত বুমরাহ, মোহাম্মাদ সামি ও মোহাম্মদ সিরাজকে নিয়ে ভয়ানক পেস ইউনিট তৈরি করেছে ভারত। যেখানে স্পিনার হিসেবে আছেন কুলদিব যাদব ও রবীন্দ্র জাদেজা। এমন বোলিং নিয়ে চিন্তামুক্ত থাকার কথা দলের অধিনায়কের। কারণ ব্যাখ্যা করে রোহিত বলেন, ‘এটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এটা এমন একটা ম্যাচ ছিল যেখানে এসব বিষয় (পরীক্ষা-নিরীক্ষা) করার সুযোগ ছিলো। দেখা যায় যখন প্রয়োজন ছিল না পেসাররা ওয়াইড ওয়ার্কার দিয়েছে। কিন্তু আমরা দল হিসেবে বোলিং ইউনিট নিয়ে কিছু বিষয় পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করেছি। দেখার জন্য যে, তাতে আমরা কি অর্জন করতে পারি।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.