চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট কাটতে অস্ট্রেলিয়াকে হারাতে হবে বাংলাদেশের। অথবা অজিদের বিপক্ষে হারের ব্যবধান কম রাখতে হবে। তাহলেই কেবল রান রেটের ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ তৈরি হবে টাইগারদের। এমন পরিসংখ্যান মাথায় রেখেই অজিদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে টসে হেরে আগে ব্যাট করছে টাইগাররা।
ব্যাটিংয়ে নেমে শুরুতে দেখেশুনে খেলেছেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। জস হ্যাজেলউডের করা প্রথম ওভারে কোনো রানই নিতে পারেননি তারা। পঞ্চম ওভারে লিটন সেই হ্যাজেলউডকেই পুল করে চার মেরে আড়মোড়া ভাঙার ইঙ্গিত দেন। পরের ওভারে প্যাট কামিন্সকে লেংথ বলে ডাউন দ্য উইকেটে এসে এক্সটা কাভার দিয়ে চার মারেন তানজিদ। পাওয়ার প্লেতে বাংলাদেশের দুই ওপেনারই হাতখুলে খেলেছেন। ১০ ওভারে বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৬২ রান।
অবশ্য দারুণ শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি তানজিদ। শেন অ্যাবোটের বলে লিডিং এজ হয়ে বোলারের হাতেই ক্যাচ দিয়েছেন বাংলাদেশের এই ওপেনার। আউট হওয়ার আগে তানজিদের ব্যাট থেকে এসেছে ৩৪ বলে ৩৬ রান। বাংলাদেশ ৭৬ রানে প্রথম উইকেট হারিয়েছে।
বাংলাদেশ একাদশ- লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.