বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে আধা ঘণ্টার ব্যবধানে রাজধানীতে দুই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রথমে পুরান ঢাকার তাঁতীবাজারে একটি বাসে আগুন দেওয়া হয়। এরপর বনানী এলাকায় আরেকটি মিনিবাসে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, কে বা কাহারা বাস দুটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে এখনও কোনো কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেল থেকে পাঠানো খুদে বার্তায় জানানো হয়, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে।
পৃথক বার্তায় ফায়ার সার্ভিস জানায়, রাত আটটার দিকে বনানীতে কাকলি পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর মালিবাগে বাহন পরিবহনের একটি পার্কিং করা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.