সিইসির সঙ্গে ৩ গোয়েন্দা প্রধানের বৈঠক

প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেছেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান মনিরুল ইসলাম, প্রতিরক্ষা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়ের।

মঙ্গলবার (৭ নভেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে তিন জনের সঙ্গে পৃথক তিনটি বৈঠক করেন তিনি।

জানা গেছে, সকাল সোয়া ১১টা থেকে ১২টা এসবি, দুপুর ১২টা থেকে ১টা ডিজিএফআই এবং বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত এনএসআই প্রধান বৈঠক করেন। তবে, কী বিষয়ে বৈঠক হয়েছে সে বিষয়ে ইসির কেউই স্পষ্ট করে কিছুই বলতে পারেননি। তিন গোয়েন্দা প্রধানের মধ্যে ডিজিএফআইয়ের মহাপরিচালক সিইসির কাছে আগে থেকেই সময় চেয়েছিল। এসবি ও এনএসআই প্রধান হয়ত সিইসির সঙ্গে সরাসরি কথা বলে এসেছেন।

বৈঠকে কী বিষয় নিয়ে আলাপ হয়েছে- প্রশ্নে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘সিইসি সাহেবের সঙ্গে কী বিষয়ে আলাপ হয়েছে, আমি সেটা কীভাবে জানব? সামনে আমাদের নির্বাচনি তফসিল ঘোষণাসহ অন্যান্য বিষয় রয়েছে, সেহেতু এ জাতীয় সাক্ষাৎ আলোচনা প্রতিনিয়ত হতে পারে। যেমন আপনারা প্রতিদিন আমাদের কাছে তথ্য চাচ্ছেন, এ তথ্যগুলো দিতে গিয়ে আমাদেরও তো তথ্য সংগ্রহ করতে হয়। সেজন্য আমরা সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিতই কথা বলি, বসব এবং বসতে হবে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৩০ অক্টোবর বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। ওইদিন সভা শেষে ইসি সচিব বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদন ও তাদের প্রধানরা যে বক্তব্য নির্বাচন কমিশনকে দিয়েছেন, তাতে এখন পর্যন্ত নির্বাচনে বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা নেই। …এবং নির্বাচনের যে ধাপগুলো রয়েছে- নির্বাচনের সময়, নির্বাচনের তফসিল ঘোষণার সময়, তফসিল ঘোষণার পর, প্রতীক বরাদ্দ থেকে নির্বাচনের তারিখ পর্যন্ত যখন যে পরিস্থিতি আসবে, তখন তারা কমিশনকে অবহিত করবেন এবং কমিশনের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেবেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.