কলকাতার ইডেন গার্ডেনসে বিরাট কোহলির সেঞ্চুরিতে ভর করে ভারত ৩২৭ রানের টার্গেট ছুঁড়ে দেয় দক্ষিণ আফ্রিকাকে। দক্ষিণ আফ্রিকার কাছ থেকে ক্রিকেটপ্রেমীরা লড়াই আশা করেছিলো। জিততে না পারুক, হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যাশা ছিলো সবার।
কিন্তু প্রত্যাশা তো পূরণ করতে পারেইনি, উল্টো ভারতীয় বোলিংয়ের সামনে অসহায়ভাবে একের পর এক আত্মসমর্পন করেছে প্রোটিয়া ব্যাটাররা। যার ফলে মাত্র ২৭.১ ওভারেই ৮৩ রানে অলআউট হয়ে গেলো দক্ষিণ আফ্রিকা। সে সঙ্গে ২৪৩ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিলো স্বাগতিক ভারত।
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.