শুরুতেই ৩ উইকেট হারাল বাংলাদেশ

পাকিস্তানের শক্তিশালী বোলিং লাইনআপের বিপক্ষে প্রথম ওভারেই উইকেট হারাল বাংলাদেশ। ইনিংসের চতুর্থ বলে তানজিদ হাসান তামিমকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে বিদায় করেন শাহীন শাহ আফ্রিদি। আন্তর্জাতিক ক্রিকেটে এটা তার শততম উইকেট।

আফ্রিদির হালকা ভেতরে ঢোকা ডেলিভারিটি ব্যাটে লাগাতে পারেননি তানজিদ। ফলে বল প্যাডে আঘাত করে। ফিল্ডারদের আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। কিছুক্ষণ ভেবে এবং লিটন দাসের সঙ্গে আলোচনা করে রিভিউ নেন তানজিদ।

টিভি রিপ্লেতে দেখা যায় বলের পিচিং ও ইমপ্যাক্ট ঠিক ছিল, যদিও হিটিংয়ে ছিল আম্পায়ার্স কল। আর তাই রিভিউ বাঁচলেও ফিরতে হয় তানজিদকে। নিজের পরের ওভারে নাজমুল হোসেন শান্তকেও ফেরান আফ্রিদি।

আফ্রিদির ফুল লেংথ ডেলিভারি ফ্লিক করতে গিয়ে মিস টাইমিং করেন শান্ত। শর্ট মিড উইকেটে দারুণ ক্যাচ নিয়ে তিন বলে চার রান করা শান্তর বিদায় নিশ্চিত করেন উসামা মীর। ষষ্ঠ ওভারে বল হাতে নিয়ে চারটি বাউন্ডারি হজম করেন হারিস রউফ।

সেই ওভারে চারে নামা মুশফিকুর রহিমকে ফেরান হারিস। হারিসের গুড লেংথের ডেলিভারিটি ব্লক করতে গিয়েও ঠিকমতো করতে পারেননি মুশফিক। বলটি তার ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে চলে যায়। ৯ বলে ৫ রান করে ফিরেন মুশফিক।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.