বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় বাজারে আলু সরবরাহ বৃদ্ধি ও বাজারদর স্থিতিশীল রাখতে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৩০ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, আগ্রহী আমদানিকারকদের মন্ত্রণালয়ে আবেদন করার অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
সম্প্রতি আলুর বাজার পরিস্থিতি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে এক প্রতিবেদন পাঠিয়েছে ভোক্তা অধিদপ্তর। সেখানে আমদানির এই সুপারিশ করা হয়।
এর আগেও অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে আলু আমদানির পরিকল্পনা করেছিল বাণিজ্য মন্ত্রণালয়। পরে গত ৭ অক্টোবর এর বিরোধিতা করে মতামত দিয়েছিল কৃষি মন্ত্রণালয়। ফলে তখন ব্যবসায়ীদের আলু আমদানির অনুমতি দিতে পারেনি বাণিজ্য মন্ত্রণালয়।
গত ২০ অক্টোবর অব্যাহত দাম বৃদ্ধি রোধে খুচরা বাজারে বিক্রির জন্য প্রতি কেজি আলুর দাম ৩৫ টাকা নির্ধারণ করে দেয় সরকার। কৃষি বিপণন অধিদপ্তর আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ দাম নির্ধারণ করে দেয়। পাইকারি বাজারে প্রতিকেজি ৩০ টাকা এবং হিমাগারে ২৭ টাকা নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু সরকারের নির্ধারিত দামের থেকে অনেক বেশি মূল্যে বাজারে আলু বিক্রয় হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বাজারে আলু বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। অভ্যন্তরীণ বাজারে আলুর এই দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে আজ বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলু আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছিলেন, ডিম, আলু ও দেশি পেঁয়াজ সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দরে বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে সে জন্য চেষ্টা করা হচ্ছে। নতুন দাম ঘোষণার পরই সব জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানিয়ে দেওয়া হয়।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.