দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাব: মাহমুদউল্লাহ

বয়স এখন ৩৭ এর কোটায়। ফলে ধরে নেয়াই যায় এটাই মাহমুদউল্লাহর শেষ বিশ্বকাপ। যদিও বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ রিয়াদ থাকবেন নাকি থাকবেন না তা নিয়ে শেষ পর্যন্ত জল্পনা-কল্পনা ছিল। পরে অবশ্য তাকে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা করে বাংলাদেশ। এবারের বিশ্বকাপে ব্যাট হাতে পারফর্মও করছেন তিনি। এরই মধ্যে সাউথ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিও এসেছে তার ব্যাট থেকে।

এদিকে মাহমুদউল্লাহও হয়তো বিশ্বকাপ শেষে দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেয়ার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার। সম্প্রতি আসিসির এক ভিডিওতে নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন মাহমুদউল্লাহ। সেখানে এই অলরাউন্ডার বলেন, ‘সত্যি বলতে, আমি আমার শেষ বিশ্বকাপ খেলছি। আমি বাংলাদেশ দলের পক্ষে আর কতদিন খেলব তা নির্ভর করছে আমার পারফরম্যান্স ও শরীরিক ফিটনেসের ওপর। হয়ত কয়দিন পরে বা দ্রুতই আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাব।’

২০০৭ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়ে মাহমুদউল্লাহ। ক্যারিয়ার জুড়েই টপ অর্ডার, মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডারে খেলেছেন তিনি। দলের প্রয়োজনে অনেক সময়ই ত্রাতার ভূমিকায় অবতীর্ন হয়েছেন তিনি। বিশ্বকাপে এ নিয়ে তিনটি সেঞ্চুরি পেয়েছেন মাহমুদউল্লাহ। আর একটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

এজন্য মাহমুদউল্লাহ বলেন, ‘দেশের হয়ে অনেকদিন ধরেই খেলছি আমি। ২০০৭ সালে আমার অভিষেক হয় বাংলাদেশের জার্সিতে। এরপর অনেক সময় হয়ে গেলো আমি খেলছি, আইসিসি ইভেন্টে চারটি সেঞ্চুরি করতে পারায় আসলে আমি নিজেকে ভাগ্যবানই মনে করি।’ তাসকিন আহমেদ, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজরাই এক সময় বাংলাদেশের কিংবদন্তি হবে বলে বিশ্বাস মাহমুদউল্লাহর। তারা বাংলাদেশ দলকে এগিয়ে নিতে পারবেন বলেও মনে করেন বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটার।

অর্থসূচক/এমএইচ/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.