ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে অনুমতি চেয়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আগামী ২৮ অক্টোবর ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’র ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এর প্রেক্ষিতে আওয়ামী লীগের কাছে বিকল্প আরও দুটি স্থানের নামসহ সাতটি বিষয়ে তথ্য চেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ঢাকা মহানগর আওয়ামী লীগের দফতর সম্পদক রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বুধবার আমার বাসায় পুলিশ একটি চিঠি পাঠিয়েছ। তাতে এসব বিষয় জানতে চাওয়া হয়েছে। আমরা আরও দুটি ভেন্যুর নাম কোথায় দেবো, তা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করার মাধ্যমে চূড়ান্ত করা হবে। আজকেই তাদের (পুলিশ) চিঠির জবাব দেওয়া হবে।’
চিঠিতে যেসব তথ্য চেয়েছে পুলিশ:
১. সমাবেশে লোকসমাগম কখন শুরু হবে এবং সমাবেশ কখন শেষ হবে?
২. সমাবেশে কী পরিমাণ লোকসমাগম হবে?
৩. সমাবেশটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটের সামনে থেকে কোন কোন স্থান পর্যন্ত বিস্তৃত হবে?
৪. সমাবেশে বক্তব্য প্রচারের জন্য কোন কোন স্থানে মাইক স্থাপন করা হবে?
৫. সমাবেশে অন্য কোনও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করবেন কি না?
৬. সমাবেশে অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে কি না? হলে তার সংখ্যা কত?
৭. জননিরাপত্তাজনিত কারণে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুমতি দেওয়া সম্ভব না হলে বিকল্প দুটি ভেন্যুর নাম প্রস্তাব করুন।
প্রসঙ্গত, আগামী ২৮ অক্টোবর বিকেলে ঢাকায় বিএনপির সমাবেশের দিন বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। সেখানে বিএনপির থেকেও বড় জমায়েত করতে চায় ক্ষমতাসীন দলটি।
এর আগে সমাবেশের বিষয়ে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ কমিশনার হাবিবুর রহমান জানিয়েছিলেন, সমাবেশ করতে আবেদন করেছে রাজনৈতিক দলগুলো। জনসাধারণের জানমালের ঝুঁকি ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করে অনুমতির সিদ্ধান্ত নেওয়া হবে। সমাবেশ রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার। আমরা জনগণের নিরাপত্তা সবসময় বড় করে দেখি।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.