অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর নিরবচ্ছিন্ন বিমান হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। অসহায় এসব মানুষের মধ্যে অন্তত ২ হাজার শিশু।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর গাজায় ইসরাইলি বিমান হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫ হাজার ৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার গাজার অন্তত ৩০০ অবস্থানে বিমান হামলা চালানোর পর ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ পরিসংখ্যান তুলে ধরল।
মন্ত্রণালয় বলেছে, শুধু সোমবার একদিনের হামলায় ১৮৪ শিশুসহ ৪৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া রোববার রাতজুড়ে গাজার বিভিন্ন স্থানে ইহুদিবাদী সেনাদের বিমান হামলায় ৬০ ফিলিস্তিনি নিহত হন যাদের মধ্যে এক পরিবারের ১৭ ব্যক্তি রয়েছেন।
তারা আরও জানিয়েছে, গত ১৭ দিনে গাজায় ইসরাইলি বর্বরতায় আহত হয়েছেন আরও ১৫ হাজার ২৭০ ফিলিস্তিনি। এছাড়া, প্রায় ১ হাজার ৫০০ ব্যক্তি ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে রয়েছেন যাদের ৮৩০ জনই শিশু।
ইসরাইলি বিমান হামলায় এ পর্যন্ত গাজা উপত্যকার হাজার হাজার ভবন মাটির সঙ্গে মিশে গেছে এবং অন্তত ১০ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে শরণার্থীতে পরিণত হয়েছে। গাজাবাসীর জন্য খাদ্য, পানি ও জ্বালানী সরবরাহের সব পথ বন্ধ করে দিয়েছে দখলদার ইসরাইল। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.